বিরোধী দলীয় নেতার পদ নিয়ে দেবর-ভাবির লড়াই

বিরোধী দলীয় নেতার পদ নিয়ে দেবর-ভাবির লড়াই

ফাইল ছবি।

সংসদে বিরোধী দলের নেতার পদ নিয়ে জাতীয় পার্টিতে চলছে পাল্টাপাল্টি। প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও ভাই জিএম কাদেরের পক্ষে দলের নেতারা দুইভাগে বিভক্ত। মঙ্গলবার জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করতে স্পিকারের কাছে একটি চিঠি জমা দেন কাদেরপন্থি নেতারা। আজ বুধবার পাল্টা আরেকটি চিঠি পাঠিয়েছেন রওশন এরশাদ। জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করতে জাতীয় পার্টির প্যাডে পাঠানো চিঠি নিয়ে আপত্তি তুলে রওশনের চিঠিতে বলা হয়েছে, দলীয় ফোরামে কোনো সিদ্ধান্ত ছাড়াই জি এম কাদের মঙ্গলবার স্পিকারকে চিঠি দেন, যে চিঠিতে তাকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করার আহ্বান জানানো হয়।

স্পিকারকে চিঠি পাঠানোর আগে গুলশানের বাড়িতে প্রেসিডিয়ামের কয়েকজন সদস্য ও সংসদ সদস্যকে নিয়ে আড়াই ঘণ্টা বৈঠক করেন সংসদে বিরোধীদলীয় উপনেতা রওশন। ওই বৈঠকের পর জানানো হয় সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসবেন রওশন এরশাদ।