কুষ্টিয়ায় ৩০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

কুষ্টিয়ায় ৩০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

জব্দকৃত বিড়িগুলো ভেড়ামারা শুল্কগুদামে জমা রাখা হয়।

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে গোপন সংবাদরে ভিত্তিতে ৩০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জেলার ভেড়ামারা রেল স্টেশন থেকে এসব ৩০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত গুরু বিড়ি জব্দ করা হয়।

কুষ্টিয়া কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ভেড়ামার রেল স্টেশন দিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি পরিবহন করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি দল রেল স্টেশনে অভিযান চালায়। এসময় স্টেশন থেকে ৩০ হাজার শলাকা গুরু বিড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য ২১৬০০টাকা এবং যার বিপরীতে  ৯৭২০ টাকার রাজস্ব জড়িত।

এসময় কাউকে আটক করতে পারেনি ভ্যাট কর্মকর্তারা। পরবর্তীতে জব্দকৃত বিড়িগুলো ভেড়ামারা শুল্কগুদামে জমা রাখা হয়। উক্ত বিড়ি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।