বিএনপি এখন দেওলিয়াপনায় ভুগছে : সেতুমন্ত্রী

বিএনপি এখন দেওলিয়াপনায় ভুগছে : সেতুমন্ত্রী

ছবি সংগৃহিত।

বিএনপি এখন দেওলিয়াপনায় ভুগছে  ব‌লে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের। শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। এ সংকট বিএনপি কাটিয়ে উঠতে পারবে না। তিনি বলেন,বিএনপি আজ পথহারা পথিকের মতো দিশেহারা। তাই বিদেশীদের কাছে তারা ধরনা দি‌চ্ছে। তারা এখন এক দেওলিয়াপনায় ভুগছে।

জাতীয় পার্টির বিরোধী লীয় নেতার পদ নিয়ে টানাপোড়েনের বিষইয়টিকে  দলটির অভ্যন্তরীন বলে জনাব কাদের বলেন, তাদের চেয়ারম্যান কে হচ্ছেন তারাই নির্বাচন করবেন। কারো প্রতি আওয়ামী লীগের পক্ষপাতীত্ব নাই। সংস‌দে বি‌রোধী দ‌লের আস‌নে যিনি বস‌বেন স্পীকার তাকেই স্বীকৃ‌তি দি‌বেন। রংপুর-৩ আসনের উপ‌নির্বাচ‌নে  বঙ্গবন্ধু প‌রিবা‌রের কাউকে ম‌নোনয়ন দেয়া হ‌চ্ছে না বলেও জানান ওবায়দুল কাদের। আলোচনাসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট। এতে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।