নারায়াণগঞ্জে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, ১ জন নিহত

নারায়াণগঞ্জে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, ১ জন নিহত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি অগ্নিনির্বাপক সামগ্রী তৈরি ও গ্যাস সিলিন্ডার রিফিলিংয়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ওই দোকানের এক কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের পাশে ড্রিম হাউজ নামে সাত তলা ভবনের নিচ তলায় অবস্থিত সেফটি ফার্স্ট ফায়ার প্রোটেকশন নামের দোকানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম নোয়াখালীর লক্ষীপুর এলাকার মমিন উল্লাহর ছেলে। দোকানের মালিক রিয়াজ ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দোকানটিতে অগ্নিনির্বাপন যন্ত্র তৈরিসহ, সিএনজিচালিত থ্রি হুইলার ও মোটর গাড়ির গ্যাস সিলিন্ডারের রিফিলিংয়ের কাজ করা হতো। নিহত রফিকুল এই কাজগুলো করতেন। এদিন দুপুরে কাজ করার সময় গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। তার মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য নারাযণগঞ্জ দেড়শ' শয্যা জেনারেল হাসপাতার মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ধারণা করছে রফিকুল অগ্নিনির্বাপক যন্ত্রে কার্বন-ডাই অক্সাইড গ্যাস ভরার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।