কুবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন

কুবিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে ই-মেইল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও গবেষণার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ই-মেইল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল রুমে ই-মেইল উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, প্রকৌশল অনুষদের ডিন মো. তোফায়েল আহমেদ, আইটি সেলের সহকারী ডাটাবেজ প্রোগ্রামার মো. মাসুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা কিভাবে প্রাতিষ্ঠানিক  ই-মেইল সংগ্রহ করতে পারবে জানতে চাইলে আইটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম বলেন, ই-মেইলের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরম দেওয়া আছে। শিক্ষার্থীরা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। ফরম পুরণ করে  বিভাগে জমা দিলে বিভাগ আইটি সেলে পাঠাবে। পরে আইটি সেল শিক্ষার্থীদের ই-মেইল প্রদান করবে।