ক্রিড়া সাংবাদিকের মেইলে আইসিস’র টেস্ট র‌্যাংকিং সংশোধন

ক্রিড়া সাংবাদিকের মেইলে আইসিস’র টেস্ট র‌্যাংকিং সংশোধন

ছবি: সংগৃহীত

বুধবার ক্রিকেটের তিন ফরম্যাটের সবশেষ র‌্যাংকিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

যেখানে দেখা যাচ্ছিল, টেস্টে টাইগারদের পেছনে ফেলে ৫৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বর পজিশনে উঠে এসেছে আফগানিস্তান। ৫৫ পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ।  

এতে হতাশ হয়ে পড়ে বাংলাদেশের ক্রিকেটভক্তরা। ধারণা করা হচ্ছিল, ২০১৯ সালে আয়ারল্যান্ড ও বাংলাদেশকে হারানোয় টাইগারদের পেছনে ফেলে ৯-এ উঠেছে আফগানরা।

বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি এবিষয়ে আইসিসির কাছে জানতে চাইলে আইসিসি ভুল স্বীকার করে ফিরতি বার্তায় জানিয়েছে আফগানিস্তানের এখানে থাকার কথা নয়।

আরিফুল ইসলাম রনি বিবিসি বাংলাকে বলেন, "যেহেতু এর মধ্যে আফগানিস্তান বা বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ খেলেনি এখান থেকে আমার মধ্যে একটা সংশয় তৈরি হয়। তখন আমি ফেসবুকেও লিখি এবং আইসিসির কাছে একটি মেইল করি যে এই পরিবর্তন কী হিসেব করে হয়েছে?"

র‍্যাংকিং টেবিলে জায়গা পেতে ন্যূনতম যে ক'টি টেস্ট খেলা লাগে সেটা আফগানিস্তান খেলেনি। আইসিসি প্রতি বছর একটা বার্ষিক আপডেট করে।

যদিও আফগানিস্তানের রেটিং পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশি, তবু একটা ন্যুনতম সংখ্যক টেস্ট খেলতে হবে।

আইসিসি মি. ইসলামকে ধন্যবাদ দিয়ে জানিয়েছে আফগানিস্তানের এখন র‍্যাংকিং টেবিলে থাকার কথা না।

আবারো র‍্যাংকিং শুধরে নিয়ে আফগানিস্তানকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, নয় দলের নতুন র‍্যাংকিং দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

জিম্বাবুয়ে নেই এই তালিকায়।

তবে আফগানিস্তানের হিসাব করা রেটিং পয়েন্ট বাংলাদেশের চেয়ে বেশিই থাকবে।

আফগানিস্তান যদি টেস্ট র‍্যাংকিংয়ে জায়গা পায় এবং সে পর্যন্ত বাংলাদেশ যদি কোনো রেটিং পয়েন্ট না পায় সেক্ষেত্রে আফগানিস্তান ওপরেই জায়গা পাবে।

আফগানিস্তানের রেটিং পয়েন্ট এখন ৫৭, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৫৫।

দু'হাজার সতের সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তানের অভিষেক হয় ২০১৮ সালের জুন মাসে।

এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে আফগানিস্তান দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরে গেছে।
সূত্র: বিবিসি