আইসোলেশনে আগুয়েরো

আইসোলেশনে আগুয়েরো

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো

কোভিড-১৯ আক্রান্ত একজনের সংষ্পর্শে আসায় ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো সেল্ফ আইসোলেশনে আছেন বলে নিশ্চিত করেছে কোচ পেপ গার্দিওলা। 

গার্দিওলা বলেছেন, আগুয়েরা সম্প্রতি করোনা পজিটিভ ব্যক্তির সংষ্পর্শে এসেছে যার কারণে তাকে বাধ্য হয়ে কয়েকদিন সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। মূল বিষয়টি আমি আসলে সঠিকভাবে জানি না। কারণ আমাদের সবার মত তাকেও গত ১০-১৫ দিন প্রায় ছয়বার পরীক্ষা করাতে হয়েছে। আমি ভেবেছিলাম সবার মতই সেও নেগেটিভ হবে। কিন্তু প্রোটোকল অনুযায়ী আগুয়েরোকে আইসোলেশনের নির্দেশ দেয়া হয়েছে।’

আগুয়েরো ছাড়াও কোভিড-১৯ পরীক্ষার পর গোলরক্ষক স্কট কারসন, ডিফেন্ডার এরিক গার্সিয়া ও মিডফিল্ডার কোল পালমারকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

সব ধরনের প্রতিযোগিতায় এবার মাত্র নয়টি ম্যাচ খেলেছেন আগুয়েরো। সিটিতে সম্প্রতি কোভিড-১৯ প্রাদুর্ভাব দেখা দেয়ায় বেশ কয়েকজন খেলোয়াড় ও স্টাফ আক্রান্ত হয়েছেন।