রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ-মিয়ানমার-চীন বৈঠক ১৯ জানুয়ারি

রোহিঙ্গা প্রত্যাবাসন: বাংলাদেশ-মিয়ানমার-চীন বৈঠক ১৯ জানুয়ারি

ফাইল ছবি

রোহিঙ্গা ইস্যুতে আগামী ১৯ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, মিয়ানমান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। চীনের উদ্যোগে এ ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে যখনই কথা হয়, মিয়ানমার খালি শোনে, কিন্তু জবাব দেয় না। বাংলাদেশ প্রত্যাবাসনের জন্য প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গার আঙুলের ছাপ নিবন্ধন সম্পন্ন করে সেই তালিকা মিয়ানমারের কাছে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মিয়ানমার যাচাই-বাছাই করেছে মাত্র ৪২ হাজার জনের।

১৯ জানুয়রি বৈঠক সফল হবে আশা করে মন্ত্রী বলেন, সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সংকটের স্থায়ী সমাধান দ্রুততম সময়ে নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচিত হবে।

উল্লেখ্য, গত ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।