ঈশ্বরদীতে ৪টি অবৈধ ইটভাটা ধ্বংস, ১১ লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে ৪টি অবৈধ ইটভাটা ধ্বংস, ১১ লাখ টাকা জরিমানা

৪ অবৈধ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

ঈশ্বরদীতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ৪টি ইট ভাটা ধ্বংস করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের আভিযানিক দল কৃর্তক ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও পরিবেশ অধিদপ্তরের পাবনা'র সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অবৈধভাবে ইট ভাটা পরিচালানা এবং ইট ভাটার মাধ্যমে পরিবেশ দূষণ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধি আইনে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুয়ায়ী ৪টি ইট ভাটা ধ্বংস ও ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স আল্লাহর দান ব্রিকস’র ৫ লাখ টাকা, মেসার্স বিশ্বাস ব্রিকস’র ৩ লাখ টাকা, মেসার্স এন আর বি ব্রিকস’র  ২ লাখ টাকা এবং মেসার্স আতিয়ার রহমান’র ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।