পাবনায় ‘মানবতার দৃষ্টি’র কম্বল বিতরণ

পাবনায় ‘মানবতার দৃষ্টি’র কম্বল বিতরণ

“মানবতার দৃষ্টি” সংগঠনটি দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করে।

পাবনায় “মানবতার দৃষ্টি” সেবা কল্যাণ সংস্থা অসহায় দুঃস্থ দরিদ্র মানুষের মধ্যে ১৮০ পিস কম্বল  বিতরণ করেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর পূর্ব পাড়া মানবতার সেবা কল্যাণ সংস্থাটি এ কম্বল বিতরণ করে।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব হোসেন অনিক, উপদেষ্টা ওসমান আলী, যুগ্ম সম্পাদক সুমন রানা, ক্যাশিয়ার মোঃ রতন। এছাড়াও সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, তাদের নিজস্ব অর্থায়নে এবং কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় চলমান কনকনে হাঁড়কাঁপানো তীব্র শীতে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। 

উল্লেখ্য, মানবতার দৃষ্টি সেবা কল্যাণ সংস্থাটি এ ধরণের সেবামূলক কার্যক্রমের পাশাপাশি মহামারি করোনাকালীন সময়ে খাদ্য, ঈদ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ, মানবতার দেয়াল স্থাপন, ব্লাড ডোনেশনসহ বিভিন্ন ধরণের কার্যক্রম মানবকল্যাণে অব্যাহত রেখেছে।  
মানবতার সেবায় নিয়োজিত সংস্থাটির কর্মর্তাগণ সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।