জমি নিয়ে বিরোধ: পাবনায় প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত

জমি নিয়ে বিরোধ: পাবনায় প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত

পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামে বিরোধপূর্ণ জমিতে কাজ করা অবস্থায় প্রপিক্ষের হামলায় দু’দিনমজুর নিহত

পাবনা প্রতিনিধি:পাবনার সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামে বিরোধপূর্ণ জমিতে কাজ করা অবস্থায় প্রপিক্ষের হামলায় দু’দিনমজুর নিহত এবং ৩ জন আহত হয়েছে।

নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার মেলাইপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৪০) ও বড়পাইকসা গ্রামের শামসুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে মুন্নাফ নাড়িয়াগদাই বাজারে সাচ্চু প্রামাণিকের কাছ থেকে জমি কেনেন।  সেখানে বাড়ির কাজ শুরু করলে জমির সীমানা নিয়ে সাচ্চু প্রামাণিকের ভাই বাচ্চু প্রামাণিকের সাথে বিরোধ হয়। স্থানীয় সালিশে বিষয়টি নিষ্পত্তি হলে বাড়ির কাজ শুরু করেন মুন্নাফ। শনিবার সকালে শ্রমিকদের নিয়ে বাড়ির কাজ করছিলেন মুন্নাফ।

সকাল  ১১টার দিকে বাচ্চুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর ধারালো অস্ত্র ও মাটি কাটার কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপায়। এতে ঘটনাস্থলেই নাসির মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মুন্নাফ। গুরুতর আহত নির্মাণ শ্রমিক রওশন, হারুনকে আশংকাজনক অবস্থায় পাবনা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।