করোনা থেকে মুক্তি পেলেন মঈন আলী

করোনা থেকে মুক্তি পেলেন মঈন আলী

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী করোনা পজিটিভ হওয়ার পর ১৩দিন আইসোলেশনে থাকার পর দ্বিতীয় বার করোনা নেগেটিভ আসার পর আইসোলেশনকে মুক্ত পেলেন।  শ্রীলঙ্কা সফরে এসে নিয়মানুযায়ী ইংলিশ দলের সকল প্লেয়ারকে করোনা পরীক্ষা করা হয়। সবাই নেগেটিভ হলেও মঈন আলীর করোনা পজিটিভ হয়।  যার ফলে দল খেললেও তাকে খেলা হয়নি। থাকতে হয়েছিল আইসোলেশনে। অবশেষে ১৩ দিন পর আইসোলেশন থেকে মুক্তি পেলেন তিনি। শনিবার এই অলরাউন্ডার যোগ দিয়েছেন ইংল্যান্ড দলের সঙ্গে। 

দুইবার করোনা নেগেটিভ হওয়ার পর গল টেস্টের তৃতীয় দিনের (শনিবার) খেলা চলাকালীন বিকালের সেশনে ইংলিশ ড্রেসিংরুমে চলে যান মঈন।

শ্রীলঙ্কা পৌঁছেই করা প্রথম দফার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন মঈন। ফলে প্রাথমিকভাবে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। পরে শ্রীলঙ্কা সরকারের কড়াকড়ির কারণে ১৩ দিন হোটেলবন্দি থাকতে হয়েছে থাকে।
করোনার কারণে প্রথম ম্যাচটি খেলতে পারলেন না মঈন। যথাযথ ম্যাচ প্র্যাকটিসের অভাবে দ্বিতীয় টেস্টেও খেলার সম্ভাবনা নেই। তবে মঈনকে আবার কাছে পেয়ে খুশি ইংলিশ সতীর্থরা। 

অলরাউন্ডার স্যাম কারান বলেন, “মোকে (মঈন) ফিরে পাওয়া সত্যিই অসাধারণ অনুভূতি। চা বিরতিতে ড্রেসিংরুমে ফিরে মঈনকে দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি। গত দুটি সপ্তাহ খুবই কঠিন সময় পার করেছে সে।”

সূত্র: ক্রিকবাজ