২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৯

২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৯

ছবি : প্রতীকী

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯০৬ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫৬৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৭ হাজার  ৬৩২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ৬৮১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার  ৪৩৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৫৩টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ৫৭  হাজার ৪৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।