বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ

ফাইল ফটো

আজ সোমবার সীমিত সংখ্যক সদস্য নিয়ে বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে । করোনা মহামারীর কারণে অন্য চারটি অধিবেশনের মতো সংক্ষিপ্ত হতে পারে চলতি সংসদের একাদশ এই অধিবেশন।সোমবার বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মুলতবি করা হবে।

সংসদ সচিবালয় সূত্র জানা যায়, অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। প্রথম দিন করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সব সংসদ সদস্য অংশ নিতে পারবেন। এরপর রোস্টার অনুযায়ী প্রতি কার্যদিবসে সর্বোচ্চ ৯০ জনকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

সংসদ সচিবালয়ে কর্মরতদেরও অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রবেশ সীমিত থাকবে। কেবল অধিবেশন সংশ্লিষ্ট কর্মচারীরা সংসদে ঢুকতে পারবেন। তবে তাদের করোনাভাইরাস নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।