সাংবাদিক বালু হত্যা: বিস্ফোরক আইনের মামলায় ৫ জনের যাবজ্জীবন

সাংবাদিক বালু হত্যা: বিস্ফোরক আইনের মামলায় ৫ জনের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলো জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীনক। এদের মধ্যে একজন পলাতক রয়েছে। অপর চার আসামিকে কারাগারে নেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৪ সালের ২৭ জুন খুলানা নগরীর শান্তিধাম মোড় এলাকায় দৈনিক জন্মভূমি পত্রিকা অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা বিস্ফোরণে নিহত হন পত্রিকাটির সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবীর বালু। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দু'টি মামলা করা হয়।

হত্যা মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি ৭ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার ৫ আসামির সবাইকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিচারক। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।