১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসকাল

১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসকাল

ফাইল ছবি।

১২ তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস আগামীকাল ২ এপ্রিল (মঙ্গলবার)। সারাবিশ্বের সাথে দিবসটি উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এ বছর বিশ্ব অটিজম সচেতনতা দিবসের প্রতিপাদ্য, ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’। দিবসটি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাএছাড়া ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৯’ উপলক্ষে সব মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল ২ এপ্রিল থেকে কমপক্ষে ৩ দিন নীল বাতি প্রজ্বলনের ব্যবস্থা গ্রহণ করতে বলেছে সরকার। এছাড়া নীলবাতি প্রজ্বলনের ছবি তুলে তা ই-মেইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। গত ২০ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।