৯ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

৯ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সকল প্রকার দুর্ঘটনা এড়াতে  শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল দীর্ঘ  ৯ ঘন্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯ টায় ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন , কুয়াশা কেটে যাওয়ার পর রাতে যানবাহন লোড করে রাখা ফেরিগুলো সকাল ৯ টার দিকে ছেড়ে গেছে। পদ্মার মাঝ নদীতে আটকেপড়া ফেরিগুলোও নিজ নিজ গন্তব্য রওনা হয়েছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক।

এর আগে সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এছাড়াও চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে হয়েছিল।  আর ঘাট এলাকায় আটকা পড়ে কয়েক শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
কুয়াশার ঘণত্ব কমে যাওয়ায় এখন ফেরিচলাচল স্বাভাবিক রয়েছে। দুপাড়ে আটকে থাকা যানবাহন গুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে বলেও জানা গেছে।