অবশেষে জ্যাক মা’র সন্ধান

অবশেষে জ্যাক মা’র সন্ধান

ছবি : সংগৃহীত

গত তিন মাস ধরেই কোনও খোঁজ ছিল না চীনা কোটিপতি এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র। অক্টোবর থেকে কোনও জনসমাবেশে তাঁর দেখা মেলেনি। এর ফলে শুরু হয়েছিল জোর জল্পনা। তবে কি জিনপিং সরকারের দ্বারা গৃহবন্দি তিনি? সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলি। অবশেষে দেখা মিলেছে তাঁর। এক চীনা ওয়েব পোর্টালের সূত্র অনুযায়ী, একশো জন শিক্ষকের সঙ্গে ভিডিও বৈঠক করতে দেখা গেছে তাঁকে।

সরকারি নিউজ ওয়েবসাইট ঝেজিয়াং অনলাইনের নিউজ পোর্টাল তিনামু নিউজ জানিয়েছে, গত বুধবার গ্রামের একশো জন শিক্ষকের সঙ্গে ভিডিও বৈঠকে মিলিত হন চীনা ধনকুবের। ফলে এতদিনের সব জল্পনার অবসান হল। কিন্তু কেন চীনা সরকারের রোষের মুখে পড়ার জল্পনা তৈরি হয়েছিল জ্যাক মা’র? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে “দ্য এপ্রেনটিস” টিভি শো’র আদলেই জ্যাক মা চালু করেছিলেন ‘আফ্রিকা’স বিজনেস হিরোজ’ নামে একটি অনুষ্ঠান। শোয়ের বিচারকের আসনেও দেখা যেত তাঁকে। সেই অনুষ্ঠান ঘিরেই বিপত্তি। অনুষ্ঠানের ফাইনাল এপিসোডেও দেখা মেলেনি তাঁর।

ঠিক কী হয়েছিল? গত অক্টোবরে সাংহাইয়ে চীনা সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। সরাসরি শি জিনপিং প্রশাসনের নতুন ব্যাংক নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা। আর তারপরই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কুনজরে পড়েন তিনি। তাঁর সংস্থার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করতে থাকে বেজিং। এমনকী অ্যান্ট গ্রুপ পরিকল্পিত তিন হাজার সাতশ’ কোটি ডলারের আইপিও আটকে দিয়েছিল চীন।

সেই থেকেই শুরু হতে থাকে জল্পনা। যা আরও জোরদার হতে থাকে ‘আফ্রিকা’স বিজনেস হিরোজ’ অনুষ্ঠানের ফাইনালে জ্যাকের পরিবর্তে উপস্থিত ছিলেন আলিবাবার অন্য এক আধিকারিক। বলা হয়েছিল, বিশেষ ব্যস্ততার কারণেই অনুপস্থিত জ্যাক। কিন্তু দেখা যায়, বিচারক প্যানেলের ওয়েবপেজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে চিনা ধনকুবেরের ছবি। এমনকী শো’র প্রমোশনাল ভিডিওতেও তাঁর অংশটুকু কেটে বাদ দেওয়া হয়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে থাকে, তিনি কি গৃহবন্দি? অবশেষে যাবতীয় জল্পনার মাঝেই ফের দেখা মিলল জ্যাকের।-সংবাদ প্রতিদিন