কর্ণাটকে ডিনামাইট বিস্ফোরণ, ৮ জন নিহত

কর্ণাটকে ডিনামাইট বিস্ফোরণ, ৮ জন নিহত

বিস্ফোরণের পর আতঙ্কে ঘর থেকে বের হয়ে আসে স্থানীয় বাসিন্দারা।

ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগা পাথর খনির জন্য ডিনামাইট বহনকারী একটি লরি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০ টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, প্রথমে সবাই মনে করেছিলেন ভূমিকম্প হয়েছে। বহু বাড়ি ও রাস্তায় ফাটলও দেখা গেছে।

জানা গেছে, ডিনামাইট বোঝাই একটি লরি এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আঘাতে লরিটি উড়ে যায়। প্রবল শব্দের আঘাতে ভেঙে পড়ে এলাকার বাড়িগুলির কাঁচ। এঘটনায় আটজনের দেহ উদ্ধার করা হয়েছে। 

শিবমোগার অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অনুরাঝধা জানিয়েছেন, “শিবমোগা থেকে ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে বিস্ফোরণটি ঘটেছে। মৃত্যুর সংখ্যা এখনও নথিভুক্ত হচ্ছে।”

ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটায় শোক প্রকাশ করেছেন। এদিকে ওই এলাকায় আর কোনো বিস্ফোরক আছে কিনা তা দেখতে স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে।