পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৩

প্রতীকী ছবি

পাবনার সুজানগরে শুক্রবার সকালে প্রচন্ড কুয়াশার মধ্যে ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে দু’জন নিহত এবং তিনজন আহত হয়েছে। 

নিহতরা হলেন-সুজানগর উপজেলার মানিকদিয়া গ্রামের আবদুল বারেকের স্ত্রী আরিফা সুলতানা(৪৫) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মনা কুন্ডুর ছেলে ঝন্টু কুন্ডু। 

দুবলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্স শফিউল আলম জানান, সকাল ৯টার দিকে পাবনার সুজানগর উপজেলার দুবলিয়া বালিকা বিদ্যালয়ের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি সিএনজিচালিত অটোরিকক্সাকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই ঝন্টু কুন্ডু (৬০) নিহত এবং ৪ জন আহত হয়। ঘটনার পর প্রায় ঘন্টাকাল ওই সড়কে যানবাহন চলাচলল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনায় কবলিত দু’টি যানবাহন অপসারণের পর পুনরায় যান চলাচল শুরু হয়।

গুরুতর আহত আরিফা সুলতানা (৪৫) কে হাসপাতালে নেয়ার পথে মারা যান। অন্য আহত আব্দুল বারেক (৪৫),আব্দুল কাদের (৫৫) ও তার স্ত্রী রওশন আরা (৪৫) কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ও সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।