রাজনীতিতে টালি নায়িকা কৌশানি

রাজনীতিতে টালি নায়িকা কৌশানি

একই মঞ্চে হবু শাশুড়ির সাথে তৃণমূলে যোগ দেন কৌশানী। ছবি: সংগৃহীত

ভারতে কিছুদিন পরেই বিধান সভা নির্বাচন। এরই মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে চলছে তুমুল রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে হারাতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এরই মধ্যে কিছু নেতা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছে। তবে টালি পাড়ায় এর ভিন্ন চিত্র দেখা গেছে।ইতোমধ্যে টালি পাড়ার দেব, নুসরাত, মিমি তৃণমূলের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মাঝে টালিউডের তরুণ অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় রাজনীতে নাম লেখালেন। 

রবিবার (২৪ জানুয়ারি) কৌশানির হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। কৌশানি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা ভাবেন। তাঁর আমলে নানা সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি। তা, নই আমার বিশ্বাস, আবার মানুষ তাঁকে ফিরিয়ে আনবে। আমি চাই আমায় দেখে আরও অনেকে এগিয়ে আসুক। দিদির সৈনিক হয়ে দাঁড়াক।”

হবু পুত্রবধূর সঙ্গে হাত মিলিয়ে একই মঞ্চে তৃণমূলে যোগ দেন পিয়া সেনগুপ্তও। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে যোগদান করছি। সমস্ত কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ আমি। এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিয়ে আসব।” 

২০১৫ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতা জিতে চলচিত্র জগতে প্রবেশ করেন কৌশানি। সেবছরই পরিচালক রাজ চক্রবর্তীর ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবিতে অপুর চরিত্রে অভিনয় করেন। বিপরীতে ছিলেন বনি সেনগুপ্ত।  এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘হইচই আনলিমিটেড’,  ‘বাচ্চা শ্বশুর’, ‘বিয়ে ডট কম’-এ অভিনয় করেন তিনি। শুক্রবারই মুক্তি পেয়েছে সুজিত মণ্ডল পরিচালিত ‘তুমি আসবে বলে’। সেখানেও বনির বিপরীতে অভিনয় করেছেন কৌশানি। দু’জনের অফস্ক্রিন রসায়নের প্রভাব অনস্ক্রিন কেমিস্ট্রিতেও পড়েছে। 

বাংলার রাজনীতিতে তারকাদের যোগদান নতুন ঘটনা নয়। সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান। বিজেপিতে রয়েছেন ব্রাত্য বসু, দেবশ্রী রায়, শতাব্দী রায়ও। এবার নতুন প্রজন্মের তারকারাও বিধানসভা ভোটের আগে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন।  সেই তালিকাতেই নাম লেখালেন কৌশানি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখলেন টালিপাড়ার এই অভিনেত্রী।