করোনা মোকাবিলায় ব্যর্থ, ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

করোনা মোকাবিলায় ব্যর্থ, ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

জুসেপ কন্তে। ফাইল ছবি

করোনাভাইরাস সংকট মোকাবিলার ব্যর্থতায় কঠোর সমালোচনার মুখে পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ কন্তে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লোর কাছে পদত্যাগপত্র দেন তিনি। এর আগে সকালেই তিনি মন্ত্রীসভায় জানিয়ে দেন পদত্যাগ করতে যাচ্ছেন। খবর বিবিসি।

চলতি মাসের প্রথম দিকেই ছোট শরিক দল জোট থেকে নিজেদের সমর্থন তুলে নিলে কন্তে সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারায়।

গত সপ্তাহে কন্তে সরকার সংসদের নিম্নকক্ষে ৩২১ পক্ষে ও ২৫৯ বিপক্ষে ভোটে জয়ী হন। পরে গুরুত্বপূর্ণ সিনেট সদস্যদের ভোটে পক্ষে ১৫৬ ও বিপক্ষে ১৪০ ভোটে কন্তে সরকার জয়ী হয়। ১৬ জন সিনেট সদস্য ভোটদানে বিরত ছিলেন

কিন্তু সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজন ছিল ১৬১ ভোট। সরকার ১৫৬ ভোটে জয়ী হলেও কোন ধরনের আইন পাস করতে পারবেন না কন্তে সরকার। কারণ আইন প্রণয়ন করতে সিনেটের কমপক্ষে ১৬১ ভোট প্রয়োজন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিসভার বৈঠক ডাকেন কন্তে। সেখানে তিনি তার পদত্যাগের ইচ্ছার কথা মন্ত্রীদের জানান। তারপর প্রেসিডেন্টের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে কন্তের কার্যালয়।

প্রেসিডেন্ট মাত্তারেলা প্রধানমন্ত্রী কন্তের পদত্যাগপত্র গ্রহণ করবেন নাকি তাকে নতুন একটি সংখ্যাগরিষ্ঠ সরকার গড়ার আহ্বান জানাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি নিজে।