ছাত্রলীগের ভাবমূর্তি পুণরুদ্ধারের কথা বললেন নাহিয়ান

ছাত্রলীগের ভাবমূর্তি পুণরুদ্ধারের কথা বললেন নাহিয়ান

ফাইল ছবি।

ছাত্রলীগে চাঁদাবাজদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ার করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির নতুন দায়িত্ব পাওয়া আল নাহিয়ান জয়। তিনি বলেছেন, ছাত্রলীগ চাঁদাবাজ-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নাহিয়ান জয় বলেন, ছাত্রলীগের কারো বিরুদ্ধে চাঁদাবাজির কিংবা অপরাধের অভিযোগ প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

ছাত্রলীগের ভাবমূর্তি পুণরুদ্ধারই নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ উল্লেখ করে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে থেকে ছাত্রলীগের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করব। সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারে আপ্রাণ চেষ্টা করব। প্রসঙ্গত চাঁদাবাজিসহ নানা অভিয়মের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে শোভন-রাব্বানীকে। সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়।