অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকা চ্যাম্পিয়ন

অস্ট্রেলিয়ান ওপেনে ওসাকা চ্যাম্পিয়ন

নাওমি ওসাকা

ফাইনালটা সেই হিসেবে জমেনি। ফেবারিট ছিলেন ওসাকা। জিতেছেন তিনিই। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তার কাছে একপ্রকার উড়েই গেছে আমেরিকার জেনিফার ব্রাডি। সরাসরি সেটে তাকে পরাস্ত করে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন নাওমি ওসাকা।


এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন ওসাকা। ২০১৯ সালে জিতেছিলেন প্রথমবার। সব মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্রান্ডস্লামের দেখা পেলেন জাপানিজ এই গ্লামার গার্ল। ইউএস ওপেনের তার আছে দুটি শিরোপা।

মনিকা সেলেসের পর ওসাকা গড়লেন নতুন রেকর্ড। ক্যারিয়ারের সবগুলো ফাইনালেই জিতলেন ট্রফি। দুইবার করে ইউএস ও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই বাজিমাত ওসাকার। ফ্রেঞ্চ ও উইম্বলডন ওপেনে ভালো করতে পারেননি। দুই ওপেনের তার সর্বোচ্চ সাফল্য তৃতীয় রাউন্ড।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে ওসাকা হারিয়েছিলেন সেরেনা উইলিয়ামসকে। তখনই বলতে গেলে শিরোপা জয়ের রাস্তা পরিস্কার হয়ে যায় তার। ফাইনালে শনিবার ব্রাডি তেমন প্রতিরোধ গড়তে পারেননি। হেরে যান সরাসরি সেটে, ৬-৩, ৬-৩।