হলে প্রবেশ করলেন ঢাবি শিক্ষার্থীরা

হলে প্রবেশ করলেন ঢাবি শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর এবার তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  আজ সোমবার(২২ফেব্ররুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলে প্রবেশ করে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারির থাকলেও দেশের অন্য সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা আছে ।  তাহলে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন।  বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও শিক্ষার সকল কার্যক্রম  চালু আছে তা হলে হল গুলো কেন খোলা হচ্চে না এমন দাবি নিয়ে তারা হলে প্রবেশ করছে বলে জানিয়েছে।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ ব্যাপারে বলেন, বিষয়টি আমি শুনেছি। দেখছি কী করা যায়।

এদিকে হলে উঠতে অমর একুশে হলের সামনে ভিড় জমিয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। তারা হলের মূল প্রবেশপথ পেরিয়ে হল খুলে দেওয়ার দাবিতে স্লোগান দিয়েছে। শিক্ষার্থী জানান, একশ' জনের মত আসলে তারা হলে উঠে যাবেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও আজ সোমবার হল খোলার দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।