ফেনীতে বিস্কুট কারখানায় আগুন লেগে ৩০ কোটি টাকা ক্ষতি

ফেনীতে বিস্কুট কারখানায় আগুন লেগে  ৩০ কোটি টাকা ক্ষতি

প্রতীকী ছবি

ফেনী সদর উপজেলার কাশেমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।  ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  আগুনে পুড়ে কারখানায় প্রায় ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

বুধবার রাত সোয়া ১২টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফেনী ফায়ার স্টেশনের ডিউটিম্যান রাকিব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ১২টার দিকে কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্টস কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই ফ্যাক্টরিতে বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করা হতো। ফ্যাক্টরিতে শ্রমিকরাও থাকত। তবে তাদের কোনো ক্ষতি হয়নি। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওই ফ্যাক্টরির পাঁচটি শেড। বাজারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা কোটি কোটি টাকার শুকনা খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।