দু’দিনেই পিঙ্ক বল টেস্টে জয় ভারতের

দু’দিনেই পিঙ্ক বল টেস্টে জয় ভারতের

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড -ছবি: সংগৃহীত

দু’দিনেরও কম সময়ে পিঙ্ক বল টেস্ট জিতে নিল ভারত। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল কোহলিরা। সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও এক পা এগিয়ে গেল ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ড্র করলেই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।

নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের ঘূর্ণি পিচে দু’দিনের কম সময়ে শেষ হয়ে গেল পিঙ্ক বল টেস্ট। জয়ের জন্য মাত্র ৪৯ রান তাড়া করতে নেমে মাত্র ৭.৪ ওভারে কোনও উইকেট না-হারিয়ে টেস্ট জিতে নেয় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ২৫ এবং শুভমন গিল ১৫ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যাওয়ার পথে আরও এগিয়ে গেল ভারত। এখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ড্র করলেই ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যায় বিরাটবাহিনী।

ফলে পিঙ্ক বল টেস্ট হেরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড। কারণ সিরিজের শেষ টেস্ট জিতলেও ফাইনালে উঠতে পারবেন না রুটবাহিনী। সেক্ষেত্র ভারত ও ইংল্যান্ডকে পিছনে ফেলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে যাবে অস্ট্রেলিয়া। প্রথম দল হিসেবে আগেই ফাইনালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড।

পিঙ্ক বল টেস্টে ভারত বড় ব্যবধানে জিতলেও মোতেরার পিচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকা টেস্টের মেয়াদ দু’দিনও পূর্ণ হয়নি। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নেয় ভারত। দ্বিতীয় দিন ১৭টি উইকেট পড়ে। সব ক’টি উইকেট নেন স্পিনাররা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১১২ রানের জবাবে ১৪৫ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুট মাত্র ৮ রানে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ড ম্যাচে ফেরালেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ভারতের সামনে ৫০ রানে টার্গেট দিতে পারেনি তারা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডকে শেষ করে দেন ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। অক্ষরের পাঁচ এবং অশ্বিনের চার উইকেটের যাঁতাকলে মাত্র ৮১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৩৩ রানে এগিয়ে থাকায় জয়ের জন্য ভারতকে করতে হত ৪৯ রান। যা তুলতে কোনও বেগ পেতে হয়নি ভারতীয় ওপেনারদের। তবে ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা অক্ষর প্যাটেল। সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট শুরু ৪ মার্চ। -কোলকাতা২৪