নেত্রকোনায় নকল ব্যান্ডরোল যুক্ত ৩১ হাজার শলাকা বিড়ি জব্দ

নেত্রকোনায় নকল ব্যান্ডরোল যুক্ত ৩১ হাজার শলাকা বিড়ি জব্দ

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর বাজারে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল যুক্ত ৩১ হাজার  শলাকা বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩ মার্চ) বিকালে বারহাট্টা উপজেলার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযান চলাকালে অতিথপুর বাজারে নকল বিড়ি বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার হন বিক্রেতা নূর আলম। এ সময় তার সাথে থাকা ৬ হাজর শলাকা বিড়ি জব্দ করেন এবং নুর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় বিভিন্ন দোকান হতে তার দেওয়া আরও বিভিন্ন নকল ব্যান্ডরোল যুক্ত ২৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেন ও ২ টি দোকান থেকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫০, ৫১ ও ৫২ ধারায় ৬হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।  

পরে নুর আলমকে নিয়ে বাজারে ঘুরে ঘুরে দোকানদারদের চিনিয়ে দেন যে, সে নকল বিড়ি বিক্রেতা এবং তার কাছ থেকে কেউ যেন বিড়ি না রাখে ।

এরপর জব্দকৃত বিড়িগুলো উপজেলা ভুমি অফিস সংলগ্ন মাঠে জনসম্মুখে  পুড়িয়ে ধ্বংস করা হয়।