রোজায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে অনুরোধ প্রধান মন্ত্রীর

রোজায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে অনুরোধ প্রধান মন্ত্রীর

ফাইল ছবি

আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছোলা, ডাল, চিনিসহ অন্যান্য দ্রব্যের দাম না বাড়াতে  ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপিত সিটি ইকোনমিক জোনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান।

তিনি বলেছেন, সামনে রমজান। এই সময় তেল, ছোলা, চিনিসহ নিত্যপণ্যের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য অনুরোধ করছি। একই সঙ্গে পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি দামও যেন কম থাকে সে বিষয়টি দেখতে হবে।

ভিডিও কনফারেন্সে রূপগঞ্জ প্রান্ত থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান ও সিটি ইকোনমিক জোনের ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।