বশেমুরবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহিত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধন থেকে সাবেক শিক্ষার্থীরা দাবি করেন, ভিসি নাসির নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। নারী শিক্ষার্থীর সঙ্গে তিনি জঘন্য আচরণ করে আইন অমান্য করেছেন বলেও অভিযোগ তাদের। যত দ্রুত সম্ভব ভিসিকে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা। এদিকে বন্ধের দিনে ভিসি নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে ছাত্র আন্দোলন আজ রোববারও অব্যাহত রয়েছে।

সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীরা সে আদেশ না মেনে সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ভিসির পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।