দেশে করোনা টিকা নিয়েছেন ৫৫,৫৫,৬৭৫ জন

দেশে করোনা টিকা নিয়েছেন ৫৫,৫৫,৬৭৫ জন

দেশে করোনা টিকা নিয়েছেন ৫৫,৫৫,৬৭৫ জন

গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৬ হাজার ১৮১ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৬১০ এবং নারী ৬ হাজার ৫৭১ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩৪ লাখ ৪৫ হাজার ৩১১ জন পুরুষ এবং ২১ লাখ ১০ হাজার ৩৬৪ জন নারী রয়েছেন। আর মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৬০ হাজার ৬২৫ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১৬ হাজার ৮৫৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৮ লাখ ৭১ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ৭৬ হাজার ১৮১, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ২০ হাজার ৬২৩, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩৭ হাজার ২০০, রংপুর বিভাগে ৫ লাখ ৭০ হাজার ৬৯০, খুলনা বিভাগে ৭ লাখ ৪ হাজার ৩৬১, বরিশাল বিভাগে ২ লাখ ৪০ হাজার ৬৬০ এবং সিলেট বিভাগে ২ লাখ ৮৯ হাজার ১০৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে আজ স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানিয়েছেন। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।