ফিলিস্তিনি মন্ত্রীকে আটক করেছে ইসরাইল

ফিলিস্তিনি মন্ত্রীকে আটক  করেছে ইসরাইল

ছবি সংগৃহিত।

ফিলিস্তিনের এক মন্ত্রীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বুধবার তাদের জেরুসালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল হাদামিকে ধরে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী।

ওই মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি সৈন্যরা মন্ত্রী বাড়িতে রেইড দিয়ে সেখানে তল্লাশি চালায়। এরপর তাকে আটক করে নিয়ে যায়। গ্রেফতারের বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোন বক্তব্য দেয়নি। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার হলেন ফিলিস্তিনের এই মন্ত্রী। এর আগে গত জুন মাসের শেষ দিকে আল হামদামিকে গ্রেফতার করেছিল তারা। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পরই নগরীটিতে ইসরাইলি বাহিনীর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে।