পদত্যাগের চাপে বৃটিশ প্রধানমন্ত্রী জনসন

পদত্যাগের চাপে বৃটিশ প্রধানমন্ত্রী জনসন

ছবি সংগৃহিত।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণার পর বুধবার পার্লামেন্টে ফিরতে শুরু করেছেন সংসদ সদস্যরা৷ জনসনের পদত্যাগের দাবিতে নতুন করে সরব হয়ে উঠতে পারেন তারা৷ ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরে সংসদ মুলতবি ঘোষণা করেও পার পেলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ আদালত এই সিদ্ধান্তকে বেআইনি অভিহিত এবং বাতিল করে দেয়ায় উল্টো পদত্যাগের চাপই বাড়বে তাঁর সরকারের উপর৷

তবে পদত্যাগের দাবিকে নাকচ করে দিয়েছেন জনসন৷ বলেছেন, আদালতের রায়ের সাথে তিনি একমত নন৷ উদ্ভুত পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে আজই তিনি ব্রিটেনে ফিরে এসেছেন৷

নিউইয়র্কে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনসন তাঁর পরিকল্পনামাফিক সময়ের ভেতর ব্রেক্সিট কার্যকরে এখনও অনড় থাকার কথা জানিয়েছেন৷ বলেছেন, ‘‘৩১ অক্টোবরের মধ্যে ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য জনগণের যে ইচ্ছা’’ তা বাস্তবায়নে আদালতের এই রায় তাঁকে বাধা দিতে পারবে না৷

এদিকে বিভিন্ন বিরোধী রাজনীতিবিদরা  জনসনের পদত্যাগের দাবি তুললেও লেবার পার্টি প্রধান কর্বিন বলছেন ভিন্ন কথা৷ বুধবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনসনকে নামানোর সময় এটি নয়৷ তার বদলে ৩১ অক্টোবর কোনো চুক্তি ছাড়া ব্রেক্সিট যাতে কার্যকর না হয় সে বিষয়টি নিশ্চিত করতে পার্লামেন্টের উপর জোর দেন তিনি৷ এমন পরিস্থিতিতে ব্রেক্সিট আর জনসনের ভবিষ্যৎ কী হবে তা জানা যাবে আজ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে৷