কঠোর নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

কঠোর নিরাপত্তার মধ্যে  আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ছবি সংগৃহিত।

তালেবানদের হুমকির মুখে কঠোর নিরাপত্তায় আফগানিস্তানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় শনিবার ভোর ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৩টা পর্যন্ত। খবর বিবিসির। ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে ধারণা করা হচ্ছে- মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ’র মধ্যে। নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। সেনা ও পুলিশসহ দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে ৩ লাখ নিরাপত্তাকর্মী। আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ।

সে সময় দুই জনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়। দুই মাস পর আশরাফ গনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন।

২৮ দিনের নির্বাচনী প্রচারণা গত বুধবার রাতে শেষ হয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে গেলে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি প্রয়োজন। আগামী ১৯ অক্টোবর নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।