ফারাক্কার পানিতে নাটোরে বন্যা

ফারাক্কার পানিতে নাটোরে বন্যা

ছবি: সংগৃহিত

বন্যা থেকে বিহারের রাজধানী পাটনাসহ আরও ১২ জেলাকে রক্ষার জন্য ফারাক্কা বাঁধের ১১৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। এর ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর পানি বাড়ায় নিচু এলাকায় থাকা ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। স্থানীয়রা জানায়, এরইমধ্যে জেলার লালপুর উপজেলার ৩টি ইউনিয়নের ১৮টি চরের ফসল ও বাড়ি-ঘর তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব চরে বসবাসকারী প্রায় তিন হাজার পরিবার।

নাটোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী আল আসাদ জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত হার্ডিঞ্জ সেতু পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা বরাবর এবং চারঘাট পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উল্লেখ্য, ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা থেকে বিহারের রাজধানী পাটনাসহ আরও ১২ জেলাকে রক্ষার জন্য ফারাক্কা বাঁধের ১১৯টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত।