নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

নতুন পরমাণু ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

ছবি: সংগৃহিত

পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তোপোল-এম উৎক্ষেপণ করেছে রাশিয়া। মঙ্গলবার যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে ওই পরমাণু ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রুশ প্লেসেৎস্ক মহাকাশবন্দর বা কসমোড্রোম থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, রাজধানী মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তরের কামচাটকায় উপদ্বীপের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নকল বা বিস্ফোরকহীন বোমা ব্যবহার করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তোপোল-এম ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এটি ছোঁড়া হয়েছে। তোপোল-এম ক্ষেপণাস্ত্র ৮০০ কিলোটন একটি পরমাণু বোমা বহন করতে পারে। এ বোমার ধ্বংস ক্ষমতা ৮ লাখ টন টিএনটি বা ডিনামাইটের সমান। সে হিসেবে ১৯৪৫ সালে নাগাসাকির ওপর যে আণবিক বোমা যুক্তরাষ্ট্র ফেলেছিল তোপোল-এমের ধ্বংস ক্ষমতা তার চেয়েও ৪০ গুণ বেশি। এমনটাই দাবি করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।