দুদিনে ১ হাজার ২১৯ টন পেঁয়াজ আমদানি

দুদিনে ১ হাজার ২১৯ টন পেঁয়াজ আমদানি

ফাইল ছবি

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর গত সোম ও মঙ্গলবার কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ২১৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

খালাস হওয়া পেঁয়াজ ছাড়াও নাফ নদীতে আরও চারটি ট্রলারে ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ আজ বুধবার স্থলবন্দর দিয়ে খালাস হওয়ার কথা রয়েছে। টেকনাফ স্থলবন্দরে কাস্টমস সুপার আবছার উদ্দিন এ তথ্য জানান।।

পেঁয়াজের দাম বাড়ার পর গত ৫ সেপ্টেম্বর থেকে মিয়ানমারের পেঁয়াজ আমদানি শুরু হয়। সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৫৭৩ দশমিক ১৪১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে—যার আমদানিমূল্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা।

আমদানিকারকেরা জানান, পেঁয়াজ আমদানি বাড়লেও বন্দরে জেটি, শ্রমিকসংকট ও মালামাল খালাসের জেটিতে ছাউনি না থাকায় সামান্য বৃষ্টি হলে পণ্য খালাস বন্ধ রাখতে হচ্ছে। গতকাল সকালে স্থলবন্দরে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেঁয়াজ খালাস বন্ধ রয়েছে। পেঁয়াজ আমদানিকারক এম এ হাশেম বলেন, শ্রমিকসংকট ও বৃষ্টির কারণে জেটিতে ছাউনি না থাকায় পেঁয়াজ খালাস করতে বিলম্ব হয়েছে। স্থলবন্দরের সুবিধা বাড়লে পেঁয়াজ আমদানিও বাড়বে।