খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

ছবি: সংগৃহিত

বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের শিক্ষকেরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষকেরা জমায়েত হন। সকাল সাড়ে ১১টায় মানববন্ধন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা দুপুর ১২টায় শুরু হয়ে আধাঘণ্টা ধরে চলে।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সরকারের দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে বলেন, ক্যাসিনো কিংরা নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাসে কোটি কোটি টাকা দেন। বিদেশে থাকা তারেক রহমানকে আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি মাসে কোটি কোটি টাকা দেয়, তাহলে তারেক রহমানই তো এ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তাই আওয়ামী নেতাদের বলবো- অনতিবিলম্বে তারেক রহমানকে নেতা মেনে তার হাতে ফুল দিয়ে তার দলে যোগদান করে তারেক রহমান তথা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন, দুর্নীতি নির্মূলের ব্যবস্থা করুন।

ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর রহমান, সাদা দলের শিক্ষক নেতা অধ্যাপক ড. মো: আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. আব্দুল করিম ও ড. মো: মহিউদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, আতাউর রহমান বিশ্বাস, ইসরাফিল প্রামানিক রতন, মো: আল আমিন, মো: নূরুল আমিন, মুহাম্মদ রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক শিক্ষক।

অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বর্তমানে যেখানে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, শেয়ারবাজারে কোটি কোটি টাকা লুট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় দেউলিয়াত্ব; সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই কথিত দুই কোটি টাকার দুর্নীতির অভিযোগে বন্দি রাখা হয়েছে। অথচ ওই মামলার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। সাবেক একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বয়স বিবেচনায় এই মুহূর্তে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।