যেসব পানি দিয়ে পবিত্রতা অর্জন বৈধ

যেসব পানি দিয়ে পবিত্রতা অর্জন বৈধ

ফাইল ছবি।

ইসলামী শরীয়তে পবিত্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বহুসংখ্যক ইবাদত পালনে তাহারাত তথা পবিত্রতা পূর্বশর্ত করা হয়েছে। আর পবিত্রতা অর্জনের প্রধান উপায় হলো পানি। তাই কোন কোন পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় সে সম্পর্কে জানা আমাদের আবশ্যক। 

যেসব পানি দিয়ে পবিত্রতা জায়েজ:

১. বৃষ্টির পানি। এটা সম্পূর্ণ পবিত্র। 

২. নদী বা সমুদ্রের পানি। এসব পানি দ্বারা অজু ও গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা বৈধ। 

৩. কুয়ার পানি। 

৪. ঝর্ণার পানি।

৫. উপত্যকার পানি।

৬. কোন পবিত্র জিনিস মিশ্রিত হয়। এরুপ পানি দ্বারা পবিত্রতা অর্জন বৈধ।

৭. প্রবাহিত পানি। 

৮. যেসব প্রাণী পানিতে জন্ম হয় তা পানিতে মারা গেলে সে পানি দ্বারা অজু গোসল জায়েজ।

৯. যেসব প্রাণীর গোশত হালাল তাদের উচ্ছিষ্ট পানি দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ।

১০. এমন বড় পুকুর যার এক প্রান্তে নাড়া দিলে অন্য প্রান্তের পানি নড়ে না এমন পুকুরের পানি দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ।

১১. সন্দেহপূর্ণ পানি দিয়ে তখন পবিত্রতা অর্জন বৈধ যখন অন্য কোথাও পানি পাওয়া না যায়।

১২. যে পানি তার মৌলিক বৈশিষ্ট্যের সাথে বিদ্যমান সেসব পানি দিয়ে পবিত্রতা অর্জন বৈধ। 

পরিশেষে বলা যায়, উল্লিখিত পানি দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ। পবিত্রতা অর্জনের জন্য পানিও পবিত্র হতে হবে। তাহলেই পবিত্রতা লাভ করা সম্ভব।