ভাই দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা গর্বিত: সোহেল রানার সহোদর

ভাই দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা গর্বিত: সোহেল রানার সহোদর

ছবি সংগৃহীত

 ‘ভাই দেশের জন্য, দেশের মানুষকে বাঁচাতে জীবন দিয়েছেন, এ জন্য আমরা গর্বিত’। জানাজার আগে ফায়ারম্যান সোহেল রানার লাশ সামনে রেখে কথাগুলো বলছিলেন তার ছোট ভাই উজ্জ্বল মিয়া।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফুলবাড়িয়ার সদর দফতরে সোহেল রানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ফায়ার সার্ভিসকর্মীর লাশটি আনা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সোহেলকে শেষ দেখা দেখে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা।

জানাজার আগে সোহেল রানার ছোট ভাই উজ্জ্বল মিয়া বলেন, ‘আমার ভাই দেশের জন্য জীবন দিয়েছেন। তিনি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করতেন- পরোপকারী ছিল। ভাই দেশের জন্য জীবন দিয়েছে, এ জন্য আমরা গর্বিত। আমরা চাই- সবাই যেন তার মতো দেশের জন্য কাজ করতে পারি। আমার ভাইয়ের যদি কোনো ভুলত্রুটি থাকে, তা হলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয়।’