মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন উন্মোচন

মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন উন্মোচন

ছবি:সংগৃহিত

গুলশানের আমিশে ফাইন জুয়েলারি ফ্ল্যাগশিপ স্টোরে গতকাল অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশের ক্রাউন (টিয়ারা) উন্মোচন। এটি উন্মোচন করেন মিস ইউনিভার্স বাংলাদেশের বিচারক তাহসান খান, কানিজ আলমাস, আমিশের বিজনেস প্রধান রোকেয়া সুলতানা, মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক ও প্রতিযোগিতাটির শীর্ষ ১০ প্রতিযোগী। এই ক্রাউনটি সবার জন্য গুলশান অ্যাভিনিউতে আমিশের গ্র্যান্ড স্টোরে প্রদর্শিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। ক্রাউনটি সুন্দর এবং আত্মবিশ্বাসী

একজন বিজয়ীর মাথায় পরানো হবে, যিনি বৈশ্বিক অঙ্গনে দক্ষিণ কোরিয়ায় মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ২৩শে অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। সে অনুষ্ঠানে ১৯৯৪ সালের মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেন প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত এ আসরের বিজয়ীর মাথায় ক্রাউন পরিয়ে দিবেন।