ভিসির পদত্যাগের দাবিতে জাবিতে সংহতি সমাবেশ

ভিসির পদত্যাগের দাবিতে জাবিতে সংহতি সমাবেশ

ছবি:সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সকালে আন্দোলনকারীরা শ‌হীদ মিনার থে‌কে এক‌টি মি‌ছিল শুরু ক‌রে বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে আবার সংহতি সমাবেশে যোগ দেয়।

সা‌ড়ে এগারটায় জাবিতে সংহতি সমাবেশ শুধু হ‌য়ে‌ছে। আন্দোলনে সংহ‌তি জানা‌তে অধ্যাপক আনু মুহাম্মদ, ঢা‌বির আন্তর্জা‌তিক সম্পর্ক বিভা‌গের অধ্যাপক তান‌জিম উদ্দিন খানসহ প্রায় অর্ধশত শিক্ষক উপ‌স্থিত হয়।

এছাড়াও সংহ‌তি জানাতে জা‌বি‌তে আসেন বাংলা‌দেশ ছাত্র ইউ‌নিয়‌নের ‌কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্র ফ্র‌ন্টের কেন্দ্রীয় সে‌ক্রেটারী না‌সির উ‌দ্দিন প্রিন্স এবং ছাত্রফ্রন্ট(মাক্সবাদ) সাধারণ সম্পাদক রা‌শেদ শাহ‌রিয়ার প্রমুখ।

এরআগে মঙ্গলবার সন্ধ্যার থে‌কে বি‌ক্ষোভ মি‌ছিল ক্যাম্পা‌সের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে জমা‌য়েত বৃ‌দ্ধি কর‌তে থা‌কে। রাত নয়টার দি‌কে মি‌ছিল‌টি বঙ্গমাতা শেখ ফ‌জিলতু‌ন্নেসা মু‌জিব হ‌লের সাম‌নে আসে এবং হ‌লের ভেত‌রে মি‌ছিল ক‌রলে ছাত্রীদের অংশগ্রহণ বাড়‌তে থাকে। এরপর পা‌শের সু‌ফিয়া কামাল হ‌লের গেট বন্ধ ক‌রে দি‌লে আন্দোলনরত ছাত্রীরা হ‌লের গেট ভে‌ঙ্গে ফে‌লে এবং ভেত‌রে মি‌ছিল ক‌রে আসে।

পরে প্রী‌তিলতা হ‌লের প্রথম গেট‌টি ভে‌ঙ্গে ফেলে ছাত্রীরা। তারপর ভেত‌রের মেইন গেট ভে‌ঙ্গে আন্দোলনকারীরা আরো ছাত্রী‌কে মি‌ছি‌লে নি‌য়ে আসে।এছাড়াও দীর্ঘ সময় ধ‌রে নওয়াব ফয়জু‌ন্নেসা হ‌লের সাম‌নে অবস্থান করার পর হ‌লের তালা ভে‌ঙ্গে ভেতর থে‌কে অনেক নারী আন্দোলনকারী অংশগ্রহণ করে।

সর্ব‌শেষ বিশাল মি‌ছিল‌টি প্রা‌ন্তিক গেট হয়ে আবা‌রো ভি‌সির বাসভব‌নের সাম‌নে আসে। ভি‌সির বাসভব‌নে সাম‌নের রাস্তায় বি‌ক্ষোভ সমা‌বেশ করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনের পাশ থেকে অবস্থান তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরবর্তী আন্দোলন আরও জোরালো করতেই সাময়িকভাবে রাতের কর্মসূচি স্থগিত করা হয়।