মুমিনুলের বিশ্বরেকর্ড

মুমিনুলের বিশ্বরেকর্ড

ছবি সংগৃহীত

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সবশেষ ম্যাচে আবাহনী লিমিটেডের কাছে বড় ব্যবধানে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। হারলেও সেই ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন মুমিনুল হক। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্বরেকর্ড গড়েন তিনি। এক ম্যাচে ৫টি ক্যাচ ধরে রেকর্ড বুকে নাম লিখেছেন পয়েট অব ডায়নামো।

গেল রোববার বিকেএসপিতে আবাহনীর ৩৭৭ রানের পাহাড় গড়া ম্যাচে ঝড়ো সেঞ্চুরি হাঁকানো সৌম্য সরকারের ক্যাচ নিয়ে শুরু করেন মুমিনুল। পরে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যাচ। এরই সঙ্গে অসাধারণ কীর্তি গড়েন তিনি।

অবশ্য মুমিনুল একা নন, বাংলাদেশের হয়ে যৌথভাবে এই রেকর্ডের মালিক তিনি। এই বিশ্বরেকর্ডে আগেও বাংলাদেশের একজন প্রতিনিধি ছিলেন। গেল বছর শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ফতুল্লায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ৫টি ক্যাচ লুফে নেন ফরহাদ হোসেন।

সব মিলিয়ে ১৬ জন ফিল্ডার ইনিংসে ৫টি ক্যাচ ধরার নজির স্থাপন করলেন। সবার আগে এ কৃতিত্ব দেখান ভিক মার্কস। ১৯৭৬ সালে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে প্রতিযোগিতায় এ রেকর্ড গড়েন তিনি। পরে ৫ ক্যাচ নেয়ার রেকর্ড স্পর্শ করেন জন রাইস, অ্যালান কুরি, জন্টি রোডস, জেফ উইলসন, কেনি জ্যাকসন, মোহাম্মদ রমজান, অমিত শর্মা, ব্র্যাড ইয়াং, হাসনাইন রাজা, তৌফিক উমর, ডেভিড সেলস, অ্যান্ডি ম্যাকব্রাইস, ফরহাদ ও জাহিদ জাখাইল। সবশেষ সেই তালিকায় সংযোজন মুমিনুল।