বহিস্কৃত জামায়াত নেতার নতুন দলের ঘোষণা

বহিস্কৃত জামায়াত নেতার নতুন দলের ঘোষণা

নতুন দলের সংবাদ সম্মেলন

জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে শনিবার এক সংবাদ সম্মেলনে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ স্লোগানে তাদের এই উদ্যোগ তাদের রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ।মঞ্জু দাবি করেছেন, তাদের রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিয়ে গঠিত হবে তাদের দল। পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, “এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।”

১৯ দফা কর্মর্সূচির এই উদ্যোগে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি নিজেই।

তাদের এই উদ্যোগের সঙ্গে বিদেশে থাকা জামায়াত থেকে পদত্যাগ করা  ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কোনো সম্পৃক্ততা নেই।

এই দল গঠনের উদ্যোগের পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো মদদ নেই বলেও দাবি করেন তিনি।

যুদ্ধাপরাধের অভিযোগে  জামায়াত নেতাদের আইনজীবী তাজুল ইসলামও এই সংবাদ সম্মেলনে ছিলেন।

মঞ্জুর উদ্যোগের সঙ্গে শামিল হওয়ার কথা জানিয়ে তাজুল দাবি করেন, তিনি আগে জামায়াতের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে পেশাগতভাবে তিনি জামায়াত নেতাদের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন