প্রাদেশিক গভর্নর হচ্ছেন মুরালিধরন

প্রাদেশিক গভর্নর হচ্ছেন মুরালিধরন

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার নর্দান প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশটির সাবেক কিংবদন্তী ক্রিকেটার মুতিয়া মুরালিধরন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পছন্দে এই নিয়োগ হচ্ছে বলে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি মিরর পত্রিকা।

বুধবার প্রেসিডেন্টের সচিবালয় সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সাবেক স্পিনারকে ডেকে গভর্নর হওয়ার প্রস্তাব দিলে তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

এর পাশাপাশি, ইস্টার্ন প্রদেশের গভর্নর হিসেবে দ্যা ন্যাশনালিস্ট এন্ট্রেপ্রেনিউরস অ্যাসোসিয়েশানের চেয়ারম্যানকে এবং নর্থ সেন্ট্রাল প্রদেশের গভর্নর হিসেবে সাবেক মন্ত্রী তিশা বিথারানাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট।