এসএ গেমসের বিশেষ পুরস্কার ঘোষণা

এসএ গেমসের বিশেষ পুরস্কার ঘোষণা

ফাইল ফটো

সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদক জিতলে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। আজ (বৃহস্পতিবার) জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে অনুষ্ঠিত এসএ গেমস নিয়ে মতবিনিময় সভায় ক্রীড়াবিদদের উৎসাহমূলক এ ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত ইভেন্টে যারা স্বর্ণ জিতবেন তাদের তাদের ৬ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। রৌপ্য জিতলে পাবেন ৩ লাখ টাকা করে এবং ব্রোঞ্জ জিতলে ১ লাখ টাকা। আর দলীয় ইভেন্টে স্বর্ণ জিতলে প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে। রৌপ্য জয়ীরা পাবেন ৫০ হাজার টাকা করে এবং ব্রোঞ্জজয়ীরা ৩০ হাজার টাকা করে।’মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে বসবে এসএ গেমসের তেরতম আসর। তবে গতকাল (বুধবার) ভলিবল দিয়ে শুরু হয়ে গেছে শ্রেষ্ঠত্বের লড়াই। ভলিবলের প্রথম দিনে বাংলাদেশের মেয়েরা হেরেছে নেপালের কাছে আর একই দেশকে পুরুষ বিভাগে হারিয়েছে বাংলাদেশের ছেলেরা।