রাঙামাটিতে জেএসএস কর্মীর লাশ উদ্ধার

রাঙামাটিতে জেএসএস কর্মীর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

শান্তিচুক্তির বর্ষপূর্তির মাত্র একদিন আগে আবারও রক্ত ঝরলো পাহাড়ে। আজ রোববার দুপুরে রাঙামাটি সদর উপজেলাস্থ আসামবস্তি-কাপ্তাই সড়কের বড় আদম এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে জেএসএস-এর এক কালেক্টরকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারে দুপুরেই পুলিশ রওয়ানা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি।

এদিকে স্থানীয় একটি সূত্র থেকে জানা গেছে, নিহতের নাম বিক্রম চাকমা ওরফে সুমন চাকমা। তার বাড়ি রাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায়। এইচএসসি পর্যন্ত পড়ালেখা করা বিক্রম জেলার কাউখালী ও ঘাগড়া এলাকায় চাঁদা আদায়ের কাজ করতেন।
 
কয়েক মাস আগে রাঙামাটির শীর্ষ চাঁদাবাজ জ্ঞান শংকর চাকমা নিহত হওয়ার পর তার স্থানে দায়িত্ব পান বিক্রম। পরবর্তীতে তিনি চীফ কালেক্টর হিসেবে কাজ করতেন। নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে নিজ এলাকা থেকে সটকে গিয়ে আত্মগোপনে ছিলেন বিক্রম।স্থানীয় সূত্র জানিয়েছে, স্বগোত্রীয় সশস্ত্র সন্ত্রাসীদের হাতেই নিহত হয়েছেন বিক্রম চাকমা। আজ রোববার ভোর রাতের কোনো এক সময় তাকে গুলি করে হত্যা করে বড় আদমের অদূরে একটি দোকানের পেছনে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।