ফেসবুক ছাড়তে বলেছেন ইইউ কমিশনার

ফেসবুক ছাড়তে বলেছেন ইইউ কমিশনার

ফেসবুক

ফেসবুকের পাসওয়ার্ড কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইউরোপীয় নাগরিকদের ফেসবুক ত্যাগ করতে বলেছেন। ভবিষ্যতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমের অনিয়ম রোধ করতে আরও কঠোর আইন করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার ভেরা জার্ভো জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক ভুলভাবে কয়েক শ কোটি ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষণ করেছে। ফেসবুকের অভ্যন্তরীণ সার্ভারগুলোতে ব্যবহারকারীর পাসওয়ার্ডগুলো অনিরাপদ উপায়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। কয়েক শ কোটি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ক্ষেত্রে এ ঘটনাটি ঘটেছে।

 

ফেসবুক কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো ক্যানুয়াউতি জানিয়েছেন, ভুলক্রমে ফেসবুক ব্যবহারকারীর পাসওয়ার্ড সংরক্ষিত হয়ে থাকলেও, এই পাসওয়ার্ড অবৈধভাবে ব্যবহার করে কেউ কোনো ক্ষতি করেছে—তার কোনো প্রমাণ মেলেনি। নিয়ম অনুযায়ী, ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড কোনোক্রমেই ফেসবুক কর্তৃপক্ষের জানার কথা নয়। গত জানুয়ারিতে একটি নিয়মিত পরীক্ষা চলাকালে বিষয়টি নজরে এলেও ফেসবুক কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তা প্রথম প্রকাশ করেছে। যেসব ব্যবহারকারীর ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে, ফেসবুক কর্তৃপক্ষ এখন বিষয়টি তাদের অবহিত করবে বলে জানিয়েছে।

ফেসবুকের পাসওয়ার্ড কেলেঙ্কারির ঘটনাটি প্রকাশ পাওয়ার পর, ইউরোপীয় ইউনিয়নের আইনবিষয়ক কমিশনার ভেরা জার্ভো তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

ঘটনা জানাজানি হওয়ার পর স্টুটগার্ট যাইটুং পত্রিকাকে এক সাক্ষাৎকারে ভেরা জার্ভো বলেছেন, ‘সামাজিক মাধ্যমগুলো আমাদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করছে। শুধু সামাজিক মাধ্যমগুলোকে দোষ দিয়েও লাভ হবে না, আমরা দেখতে পাচ্ছি অল্প বয়সীরা নিজের পিতা–মাতার চেয়ে সামাজিক মাধ্যমে বেশি সময় ব্যয় করছে।’ সে ক্ষেত্রে তিনি নাগরিকের সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন।