২০৩০ সাল নাগাদ কর্মসংস্থানের অভাব থাকবে না : অর্থমন্ত্রী

২০৩০ সাল নাগাদ কর্মসংস্থানের অভাব থাকবে না : অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

২০৩০ সাল নাগাদ কারও কর্মসংস্থানের অভাব থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ক্রমাগতভাবে অর্থনৈতিক খাতে উন্নতি করছে। ফলে প্রবৃদ্ধি বাড়ছে। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। ২০২৪ সাল নাগাদ এটি ১০ শতাংশে দাঁড়াবে।তিনি আরো বলেন, বিশ্বে যে কয়েকটি দেশের রপ্তানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে বাংলাদেশ একটি।