তাপমাত্রা ৯.৮ ডিগ্রি,শৈত্যপ্রবাহ বইছে

তাপমাত্রা ৯.৮ ডিগ্রি,শৈত্যপ্রবাহ বইছে

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের তাপমাত্রা এক অঙ্কে নেমে এসেছে। বৃহস্পতিবার ভোরে তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, বৃহস্পতিবার ভোর থেকে জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা আর মেঘে আচ্ছন্ন জেলায় সূর্যের দেখা মিলছে না।

তবে দুই-তিনদিনের মধ্যে বড় ধরনের একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। আবার হালকা বৃষ্টিপাতও হতে পারে।

সকাল থেকে দুপুর পর্যনন্ত  সূর্যের দেখা মিলছে না। দুপুরের পর থেকে পুরো জনপদে তাপমাত্রা কমতে থাকে। ঘন কুয়াশায় সারারাত ও সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বৃদ্ধরাই আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে।